মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু | এখন
0

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করেছে মালয়েশিয়া। দেশটির প্লানটেশন সেক্টরে নতুন করে বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হচ্ছে। কুয়ালালামপুরের বাংলাদেশে হাইকমিশন জানিয়েছে এ প্রক্রিয়ায় দেশটিতে কর্মীদের চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্রবেশ করতে হবে।

আজ (শুক্রবার, ৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, কর্মীদের চাহিদাপত্র ১০ মার্চের মধ্যেই সত্যায়ন করবে হাইকমিশন।

এছাড়াও নিয়োগপ্রাপ্ত কর্মীদের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বহির্গমনের ছাড়পত্র নিতে হবে ২০ মার্চের মধ্যে। উৎপাদন, সেবা, নির্মাণ ও কৃষি সহ মোট পাঁচটি খাতে বিদেশিদের নিয়োগ দিলেও এবার কেবল প্লানটেশন খাতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

এমন অবস্থায় হাইকমিশনে দ্রুত চাহিদাপত্র জমা দিতে নিয়োগকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একসঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোকেও সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।

ইএ