যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিএসএমসি

আন্তর্জাতিক বাণিজ্য
0

যুক্তরাষ্ট্রে নতুন করে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তাইওয়ানের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি।

টিএসএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা সি.সি. ওয়েই সোমবার (৩ মার্চ) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে এই ঘোষণা দেন।

এ আওতায় আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আরো পাঁচটি চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা করছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানিটি।

এর আগে গত এপ্রিলে মার্কিন বিনিয়োগ ২৫ বিলিয়ন ডলার বাড়িয়ে ৬৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে এবং ২০৩০ সালের মধ্যে অ্যারিজোনায় তৃতীয় কারখানা স্থাপনে সম্মত হয়েছিল টিএসএমসি।

মার্কিন হার্ডওয়্যার নির্মাতাদের শীর্ষস্থানীয় সরবরাহকারী বিশ্বের বৃহত্তম চুক্তিবদ্ধ চিপ প্রস্তুতকারক টিএসএমসি।

ইএ