‘জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও স্থানীয় সরকারে ৩০ ভাগ বাজেট বাস্তবায়ন হয়েছে’

'জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও স্থানীয় সরকারে ৩০ ভাগ বাজেট বাস্তবায়ন হয়েছে' | এখন
0

জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও স্থানীয় সরকারে ৩০ ভাগ বাজেট বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ (সোমবার, ৩ মার্চ) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় একথা জানান তিনি। সভায় এক পঞ্চমাংশ কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, এ বছর সংশোধিত উন্নয়ন বাজেট ১৮ শতাংশ কমিয়ে ৮২ শতাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৪৯ হাজার কোটি টাকার বরাদ্দ বাদ দিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ।

অন্তর্বর্তী সরকারের বিগত ৭ মাসে মূল বাজেটের ২২ শতাংশ ব্যয় হয়েছে। যা বিগত সময়ে ২৭ থেকে ৩০ শতাংশ ব্যয় হতো বলে জানান তিনি।

স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকলেও এ পর্যন্ত ৩০ শতাংশ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সভায় তালিকাভুক্ত না থাকা প্রকল্পে অর্থ মন্ত্রণালয়কে বরাদ্দ না দিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ইএ