বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা থেকে হলিউড তারকারা একে একে লাল গালিচায় অংশ নেন। এরইমধ্যে জনপ্রিয় তারকা ডেমি মুর ও অ্যাড্রিয়েন ব্রুডি উপস্থিত হয়েছেন সেখানে।
গেলবারের মতো এবারও 'দ্য অস্কারস রেড কার্পেট শো' সঞ্চালনা করেন মার্কিন নৃত্যশিল্পী ও গায়িকা জুলিয়ান হাফ। তার সঙ্গে ছিলেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার।
ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে চলছে মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে শুরু হয়েছে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা।
এবার প্রথমবারের মতো অস্কার সঞ্চালনা করছেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও'ব্রায়েন।