তিনদিন পর বসছে ৯৭তম অস্কার আসর

সিনেমা
সংস্কৃতি ও বিনোদন
0

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের এবার আসরের বাকি আর মাত্র তিনদিন। যদিও মনোনয়ন, ভোটাভুটি ইত্যাদি ছাপিয়ে আলোচনায় রেড কার্পেটের সাজ পোশাক। তবে বহুবছর ধরে অস্কারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিলিওনেয়ার তারকাদের মহামূল্যবান অলংকার। এবারও তার ব্যতিক্রম নয়। অস্কারের আয়োজনকে ঘিরে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছে গয়নার কারিগর থেকে শুরু করে দামি পাথর সরবরাহকারী প্রতিষ্ঠানও।

কোন পরিচালকের হাতে উঠতে যাচ্ছে এবারের অস্কার কিংবা কার অভিনয়ে মুগ্ধ হলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জুরিবোর্ড। সেসব ছাপিয়ে আলোচনায় অস্কারে অংশ নিতে যাওয়া অতিথিদের সাজপোশাক। বিশেষ করে কোন বহুমূল্য রত্ন খচিত অলংকার পড়ে রেড কার্পেটে উঠবেন হলিউডের স্টার অভিনেত্রীরা-এ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-অনুরাগীদের।

ভক্ত-অনুরাগীদের একজন বলেন, ‘রেড কার্পেটে হাঁটা শুধুমাত্র অনুষ্ঠানের একটি অংশ নয়, এখানে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার একটি বিষয় থাকে। আপনার ব্যক্তিত্ব ফুটে উঠতে পারে কানের দুল, গলার হাড়, কিংবা একটি আংটির মাধ্যমেও।’

১৮৮৮ সাল থেকে পৃথিবীর নামিদামি জুয়েলারি শপে হীরা সরবরাহ করে আসছে ডি বিয়ার্স গ্রুপ। যুক্তরাজ্যের লন্ডনে নিজেদের শোরুমও আছে ডি বিয়ার্সের। তাদের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান, অস্কার উপলক্ষ্যে অনেক আগে থেকেই রিটেইল শপগুলোতে বহুমূল্য ও দুষ্প্রাপ্য পাথরের ব্যাপক চাহিদা দেখা যায়। এছাড়া, আলদাভাবে অলংকারের পাথর অর্ডার করেন ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিস্টরা।

ডিজাইনারদের একজন বলেন, ‘অস্কারের রেড কার্পেটে যে তারকারা হাঁটবেন তাদের জন্য হীরার অলংকার বানানোর প্রক্রিয়া মোটেও সহজ না। অনেক স্টাইলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে থাকেন। তারাই আমাদের ধারণা দেন, কী ধরনের পাথর বা রত্ন প্রয়োজন। পাথরের আকার, ওজন, রঙ ইত্যাদিরও একটা নির্দেশনা দেয়া হয়। আমরাও এমন বহুমূল্য পাথর পাঠাই যা আগের আসরে কেউ দেখেনি।’

বিশ্বের নানা দেশের সমন্বিত ঐতিহ্য গুরুত্ব পাবে অলংকারের নকশায়। তবে এবারের আসরেও ভারী ডিজাইনের কাজ ও বড় আকারের রত্ন-খচিত অলংকার বেশি চোখে পড়বে বলে জানাচ্ছেন বিয়ার্স গ্রুপের প্রাকৃতিক হীরা সংগ্রাহক দলের প্রধান স্যালি মরিসন।

শুধু তাই নয় এবারের আসরে হলিউড তারকাদের পছন্দের তালিকায় আছে অসম্পূর্ণ ও খর্বাকৃতির হীরের অলংকার। অস্কারের ৯৬ তম আসরে তারকাদের বসন-ভূষণে সবুজ, বাদামী ও হলুদ হীরের যে চাকচিক্য দেখা গেছে, এ আসরেও তার কিছু ঝলক আসছে বলে দাবি অলংকার নির্মাতাদের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে শুধু অভিনেত্রীরাই নন, হলিউডের নাম করা অভিনেতাদের সাজসজ্জায় গুরুত্ব পাচ্ছে অলংকার। তবে এসব ক্ষেত্রে খুব বেশি ডিজাইনের বাড়াবাড়ি পছন্দ করেন না তারা। পাশাপাশি এমন অনেক অভিনেত্রীও আছেন যারা, খুব সাধারণ অথচ দর্শনীয়- এমন হালকা গয়না পড়তে ভালোবাসেন। তবে শেষ পর্যন্ত কার গলার হার মন কাড়বে দর্শকদের কিংবা কার কানের দুল নাম লেখাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তা জানতে অপেক্ষা করতে হবে মার্চের ৩ তারিখ পর্যন্ত। চোখ রাখতে হবে অস্কারের রেড কার্পেটে।

ইএ

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের; বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ, ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, নতুন সময়ে অনন্য আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা
আজকের নববর্ষ পালনের মাধ্যমে শুধু দেশ নয় বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির ডাক দেয়া হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশ একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, এমনটা চিন্তা করলে ঐক্যে ফাটল ধরবে না: মোস্তফা সরয়ার ফারুকী
বর্তমানে চলতে হবে শান্তিপূর্ণ নীতি নিয়ে: বাংলা একাডেমির সভাপতি
অন্তর্বর্তী সরকার অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে, যেন পরে যারা ক্ষমতায় আসবে তারা চালিয়ে নিতে পারে: আখতার হোসেন; দীর্ঘদিন ধরে সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করা হয়েছিল
পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ: নাহিদ ইসলাম; গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এনসিপি
বিশ্বজুড়ে মানুষের মধ্যে বৈষম্য নয়, বৈচিত্র্য আসুক: আনু মুহাম্মদ ঘরে ঘরে বাংলা চর্চা বাড়াতে হবে: মাহফুজ আনাম
সংস্কৃতির মাধ্যমে জাতিগত পার্থক্য বুঝা যায়, তাই বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের
অন্যায় অবিচারের অবসানের বার্তা হিসেবে এই উৎসব প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্দোক্তাদের ঋণ সহায়তা দিতে উদ্যোগ নেবে সরকার
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের; বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ, ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, নতুন সময়ে অনন্য আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা
আজকের নববর্ষ পালনের মাধ্যমে শুধু দেশ নয় বিশ্বব্যাপী ঐক্য ও সম্প্রীতির ডাক দেয়া হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
বাংলাদেশ একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, এমনটা চিন্তা করলে ঐক্যে ফাটল ধরবে না: মোস্তফা সরয়ার ফারুকী
বর্তমানে চলতে হবে শান্তিপূর্ণ নীতি নিয়ে: বাংলা একাডেমির সভাপতি
অন্তর্বর্তী সরকার অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে, যেন পরে যারা ক্ষমতায় আসবে তারা চালিয়ে নিতে পারে: আখতার হোসেন; দীর্ঘদিন ধরে সংস্কৃতি নষ্টের পাঁয়তারা করা হয়েছিল
পহেলা বৈশাখকে দলের সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল পতিত আওয়ামী লীগ: নাহিদ ইসলাম; গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এনসিপি
বিশ্বজুড়ে মানুষের মধ্যে বৈষম্য নয়, বৈচিত্র্য আসুক: আনু মুহাম্মদ ঘরে ঘরে বাংলা চর্চা বাড়াতে হবে: মাহফুজ আনাম
সংস্কৃতির মাধ্যমে জাতিগত পার্থক্য বুঝা যায়, তাই বাঙালি সংস্কৃতি ধরে রাখার আহ্বান গয়েশ্বর চন্দ্র রায়ের
অন্যায় অবিচারের অবসানের বার্তা হিসেবে এই উৎসব প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার আহ্বান শিল্প উপদেষ্টার
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী উদ্দোক্তাদের ঋণ সহায়তা দিতে উদ্যোগ নেবে সরকার