টুর্নামেন্টের মহিলা বিভাগের ফাইনালের শুরু থেকেই গুলশান ইয়ুথ ক্লাবকে চাপে রাখে আমেরিকান ক্লাবের মেয়েরা। ম্যাচের তৃতীয় কোয়ার্টার ছাড়া বাকি ম্যাচজুড়েই দাপট দেখিয়ে ৫৫-২৯ পয়েন্টে ম্যাচ জেতে আমেরিকান ক্লাবের মেয়েরা।

স্বাধীনতা দিবস ফেডারেশন কাপ। ছবি: এখন টিভি
পুরুষ বিভাগের জমজমাট ফাইনালের প্রথম কোয়ার্টারে গ্রেগরিয়াস ক্লাবকে চাপে রাখে ধূমকেতু। তবে সময় গড়ানোর সাথে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে গ্রেগরিয়াসরা।

স্বাধীনতা দিবস ফেডারেশন কাপ। ছবি: এখন টিভি
শেষ পর্যন্ত ধুমকেতুকে ৯৪-৬৭ পয়েন্টে উড়িয়ে দেয় সাঞ্জু-বাপ্পিরা। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৩২ পয়েন্ট স্কোর করেন অধিনায়ক মিঠুন কুমার বিশ্বাস।