জেলা মৎসজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এই বাংলাদেশ শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচারের দেশ হবে না। এই দেশ আর কখনও হত্যা, গুম, খুন, ভোট ডাকাতির দেশ হবে না। এই দেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে।
পরে একটি র্যালি বের হয়, র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে এসে শেষ হয়।