পোস্টে নাহিদ লিখেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি- একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে। লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।’
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যমুনার সামনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখেন নাহিদ।
মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন এ দলে আহ্বায়ক হিসেবে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের থাকার কথা রয়েছে।
আরো পড়ুন: নাহিদ ইসলাম পদত্যাগপত্রে যা লিখেছেন
এর আগে প্রধান উপদেষ্টা বরাবর দেয়া পদত্যাগ পত্র মো. নাহিদ ইসলাম লিখেন, ‘বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি।’
‘কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। এমতাবস্থায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’