এ সময় তার কাছে একটি ছোট ব্যাগ ও হাত বাধা যায় এমন কিছু প্লাস্টিকের দড়ি ছিল। আইসিইউতে প্রবেশ করে অস্ত্রধারী ঐ ব্যক্তি হাসপাতাল কর্মীদের জিম্মি করে ফেলে।
ইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্টি অ্যাটর্নি টিম বেকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঐ হামলাকারী জিম্মিদের মেরে ফেলার ভয় দেখায়।
এসময় পুলিশের সাথে গুলিবিনিময়ের এক পর্যায়ে হামলাকারী নিহত হয়। আর হামলাকারীর গুলিতে প্রাণ হারান ওয়েস্ট ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক কর্মকর্তা।
এ ঘটনায় আরও ২ জন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এছাড়া, গুলিবিদ্ধ অবস্থায় ইউনিটের এক চিকিৎসক ও এক নার্সসহ মোট ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ।