‘আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে সরকারকে’

রাজনীতি
0

এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সরকারকে জামায়াতের ৩ কোটি নেতাকর্মীকে জেলে নেয়ার প্রস্তুতি নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

আজ (শনিবার, ২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদকে ৬ মাস আগে তাড়ানো হলেও এটিএম আজহারুল ইসলাম এখনো ফ্যাসিবাদের বোঝা বয়ে যাচ্ছে।’

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমীর বলেন, স্বেচ্ছায় ২৫ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেবেন তিনি। যেদিন আজহারুল ইসলাম মুক্ত হবে তিনি তারপর দিন কারাগার থেকে বের হবেন।

এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকে শহরের আদর্শ সামাদ সরকারি স্কুল মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

ইএ