এফবিআইয়ের প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন ক্যাশ প্যাটেল

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেল লিখেছেন, বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে, কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে।

আরো পড়ুন: জেলেনস্কিকে কড়া বার্তা ট্রাম্পের

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

এএইচ