বৃহস্পতিবার তেলআবিবের ব্যাট ইয়ামে তিনটি বাসে বিস্ফোরণের পর দেশের সব বাস, ট্রেন আর হালকা রেল ট্রেন চলাচল স্থগিত করা হয়, অনুসন্ধানের জন্য।
ইসরাইলের পুলিশ ধারণা করছে এটি সন্ত্রাসী হামলা। আরও দুইটি বাসে ডিভাইস থাকলেও বিস্ফোরণ হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিস্ফোরিত না হওয়া পাঁচ কেজির একটি ডিভাইসে মেসেজ ছিল, রিভেঞ্জ ফ্রম তুলকারেম।
এরপরেই অবরুদ্ধ পশ্চিমতীরে হামলার অভিযানের তীব্রতা বাড়ানো নির্দেশ দিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।