ইউক্রেন-ইউরোপের নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের দ্বিতীয় বৈঠকের উদ্যোগ

ইউরোপ
বিদেশে এখন
0

ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনায় দ্বিতীয় বৈঠকের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। প্রথম বৈঠকে যেসব দেশ উপস্থিত ছিল না, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বুধবারের (১৯ ফেব্রুয়ারি) বৈঠকে।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার জেরে সোমবার জরুরি বৈঠক করে ফ্রান্স।

প্যারিসে ওই বৈঠকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের এলিজি প্যালেসে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্র জানায়, ন্যাটো মিত্র কানাডা, নরওয়ে, চেক প্রজাতন্ত্র, গ্রিস, ফিনল্যান্ড, রোমানিয়া, সুইডেন, বেলজিয়াম এবং তিন বাল্টিক দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বিতীয় বৈঠকে।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দিতে পারে আরও কিছু দেশ। বৈঠকের মাধ্যমে মূলত ইউরোপের নেতারা নিজেদের ঐক্যের বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এসএস

BREAKING
NEWS
3