নাম প্রকাশে অনিচ্ছুক অপহৃতের এক আত্মীয় বলেন, ১০ লাখ টাকা রফাদফার মাধ্যমে মুক্তিপণ নিয়ে সকালে ফাঁসিয়াখালী-ঈদগাও এলাকায় ২৫ জনকে ছেড়ে দিয়েছে। তার আগে গতকাল সোমবার সন্ধ্যায় একজন শ্রমিক পালিয়ে এসেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে এ ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরপরই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
পরে সোমবার বিকালে জিয়াউর রহমান নামের ১জন রাবার শ্রমিক পালিয়ে আসে। অবশেষে অপহরণের ৩দিন পর সবাইকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে সকলে বাড়ি ফিরে আসে।
বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, ‘আজ সকালে অপহৃত শ্রমিকরা সকলে ফিরে এসেছে বলে শুনেছি। তারা সকলে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।’
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম দিকে দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে অপহৃতরা মুক্তি পান।