জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কারো নাম বা পরিচয় পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকবাহী একটি পিকআপ ফেনীর দিকে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন আসা কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহতদের মধ্যে অন্তত ১০ জনকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।