ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টি-শার্ট, কটি ড্রেস, প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস-এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’