কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে যান বোট মালিক হাসানসহ স্থানীয় চার জেলে। একপর্যায়ে স্পিডবোটে করে এসে তাদের ঘিরে ফেলে আরাকান আর্মির বেশ কয়েকজন সশস্ত্র সদস্য।
পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর তাদের উদ্ধারে চেষ্টা করছে কোস্টগার্ড।