বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

0

কক্সবাজারে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ বাংলাদেশি চার জেলেকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে যান বোট মালিক হাসানসহ স্থানীয় চার জেলে। একপর্যায়ে স্পিডবোটে করে এসে তাদের ঘিরে ফেলে আরাকান আর্মির বেশ কয়েকজন সশস্ত্র সদস্য।

পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর তাদের উদ্ধারে চেষ্টা করছে কোস্টগার্ড।

এসএস