পুলিশ আরও জানায়, গেল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাও শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কোবে গ্রামের কাছে এই হামলা হয়। হামলার পর ঐ গাড়িবহরে আগুন ধরিয়ে দেয় ঐ বন্দুকধারীরা।
এলাকাটিতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংগঠন ও আল-কায়েদা সক্রিয় ভূমিকা পালন করে আসছিল বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে করে মালির পরিবেশ আগের চেয়ে আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে।
আনুষ্ঠানিকভাবে ৫০ জনের মৃত্যুর খবর জানানো হলেও, গাও হাসপাতালে ৫৬টির মতো দেহ নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হামলায় সামরিক বাহিনীর ঠিক কতজন নিহত হয়েছে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মালির সেনাবাহিনী।