নওগাঁয় আ. লীগের পার্টি অফিস গুড়িয়ে দেয়ার চেষ্টা ছাত্র-জনতার

এখন জনপদে
দেশে এখন
0

নওগাঁয় আওয়ামী লীগের পার্টি অফিসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার চেষ্টা করে ছাত্র-জনতা। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত পার্টি অফিস প্রায় আধা ঘণ্টা ভাঙচুর করে।

এতে পার্টি অফিসের সামনের কয়েকটি সার্টার ও দু'টি লোহার জানালা খুলে ফেলা হয়।

এসময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে অফিসে 'গণশৌচাগার' একটি ব্যানার ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ভাঙচুরের আগে দুই গাড়ি সেনাবাহিনী ঘটনাস্থলে আসলেও পরে তারা চলে যান।

এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের পোস্ট অফিস পাড়ায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাসায় আগুন লাগিয়ে দেয় এবং বুলডোজার দিয়ে বাসার সামনের গেট ভেঙে দেয়।

এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপ‌স্থিত ছিল।

এসএস