নতুন আইনে বলা আছে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২০ লাখ রুপি জরিমানা হতে পারে। এই আইনের বিরুদ্ধে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ইসলামাবাদ, করাচি ও লাহোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে বিলটি প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানায়। বিলটি সংসদে পাস হলেও রাষ্ট্রপতির এখনও স্বাক্ষর করেননি।
কন্টেন্ট নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে পাকিস্তানে সাংবাদিকদের বিক্ষোভ

Print Article
Copy To Clipboard
0
সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণের ওপর একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত পাকিস্তানি সাংবাদিক। তাদের অভিযোগ, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং ডিজিটাল মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার।
এএইচ