নিহতের নাম আলম মিয়া (২০), তিনি বাঁশগাড়ি এলাকার জহুর আলীর ছেলে। আজ (রোববার, ২৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হওয়া বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল গ্রুপের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
বেলা ১১ টার পর থেকে সংঘর্ষ থামলেও এখনো উত্তেজনা বিরাজ করছে দুই গ্রুপেই। সকলেই বাঁশগাড়ি বাজার ও পার্শবর্তী এলাকায় নিজ নিজ অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে প্রায় ১ বছর ধরে জাকির গ্রুপের দাপটে আশরাফুল গ্রুপ এলাকায় ঢুকতে পারেনি। আজ ভোরে আশরাফুল গ্রুপ এলাকায় প্রবেশ করলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এসময় ১ জন নিহতসহ গুলিবিদ্ধ হয়ে আহত হয় অন্তত ১৫ জন। তবে, স্থানীয় একাধিক সূত্র ৩ জন নিহত হয়েছে বলে জানালেও প্রশাসনিকভাবে নিশ্চিত করেনি কেউ।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, '১ জন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। তবে আরো ২ জন নিহত হওয়ার খবর পেলেও সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ আছে।