এখন জনপদে
রাজনীতি
0

'যেনতেন নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যেনতেন নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই। হাজার হাজার মানুষ পঙ্গু হয় নাই। তিনি বলেন, 'প্রয়োজনীয় সংস্কার করে অবাধ, সুষ্ঠু ও ক্রেডিবেল নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।'

তিনি আরো বলেন, '৫ আগস্টের পর সরকারের কাছে জনগণের প্রথম চাওয়া গণহত্যাকারিদের বিচার। ১৬ জুলাই থেকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে।'

আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি আলী মুর্তুজার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ, জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।

ইএ