আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বিকেলে নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষীপুরের রামগঞ্জে মাহফুজ আলম। তাইতো কানায় কানায় পরিপূর্ণ রামগঞ্জ সরকারি কলেজ মাঠ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন নির্বাচন প্রসঙ্গসহ বেশকিছু ইস্যুতে। সংস্কারের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
মাহফুজ আলম বলেন, ‘ওয়ান ইলেভেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা যারা ফ্যাসিবাদবিরোধী আছি তাদের সাথে ঐক্যবদ্ধ হই। সরকারকে সহযোগিতা করি। সংস্কার করি যেসব প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ।’
বর্তমানে এটি প্রজন্মের লড়াই উল্লেখ করে মাহফুজ আরো বলেন, ছাত্রজনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। কারো তাঁবেদারি করার আর দরকার নেই। আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিয়ে আবারও ছোবল মারার চেষ্টা করছে। বাংলাদেশ পন্থীদের সাথে বিরোধ নেই, দিল্লী পন্থীদের সাথে বিরোধ রয়েছে।
এর আগে দুপুরে যাত্রাপথে হাজীগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মাহফুজ বলেন, 'আওয়ামী লীগ ফিরে আসলে আবারো ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না।'
তিনি বলেন, খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গিয়েছে সে প্রতিষ্ঠানগুলো সংস্কার ও একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে আমাদের সরকার অঙ্গীকার।
পরে উপজেলা প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা মাহফুজ আলম।