এখন জনপদে
0

বান্দরবানেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের সাতটি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়।

তথ্য সংগ্রহকারীরা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালাচ্ছেন। নির্বাচন অফিস জানিয়েছে বান্দরবানে এবার ৭১ জন সুপারভাইজার ও ৩৩৮ জন তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নিয়েছেন।

এদিকে পার্বত্য জেলা বান্দরবান মায়ানমার সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় যাতে কোনোভাবে রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য নির্বাচন কমিশন থেকে কঠোর নজরদারি করা হচ্ছে।

ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে মায়ানমার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

উপজেলাগুলোর যাচাই-বাছাই কমিটি ও বিশেষ সমন্বয় কমিটি নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

এদিকে ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটাররা ভোটার তালিকায় তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে খুবই খুশি। অন্যদিকে স্থানীয়রাও তথ্য সংগ্রহকারীদের হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম সফল করার জন্য নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন।

বান্দরবানে সর্বশেষ ভোটার সংখ্যা ৩ লক্ষ ১২৫৫১। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬২৯৫৬ ও মহিলা ভোটার ১ লক্ষ ৪৯৫৯৫।

এএইচ