এখন জনপদে
0

নরসিংদীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ রেলস্টেশনের সিগন্যাল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীসহ ২জন নিহত হয়েছে।

আজ (রোববার, ১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অরক্ষিত ওই সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) এবং একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

রেলওয়ে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীসহ একটি অটোরিকশা রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোতে থাকা ২ জন নিহত হয়। পরে, রাত পৌনে ১০ টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহের সুরতহাল শুরু করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম (এসআই) জানান, অসাবধানতা থেকেই এরকম ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। রেল ক্রসিংটি অরক্ষিত ছিল। মরদেহ উদ্ধারে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এএইচ