আজ (রোববার, ১৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সাক্ষাৎ করেন। পরে ব্রিফিংয়ে এ কথা জানান তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে। জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় তিনি ট্রাইব্যুনালের বিচারকাজ সম্পর্কে জানতে চান।
পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান বিচারকাজে জাতিসংঘের সমর্থন চায় ট্রাইব্যুনাল। জবাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গোয়েন লুইস।