দেশে এখন
0

'সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে'

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই তাই দুটোই একসাথে চলতে পারে।'

আজ (রোববার, ১৯ জানুয়ারি) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কার চলবে তারসঙ্গে নির্বাচনও হবে এবং যে দল সরকারে আসবে তারা সংস্কার এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাবো।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘সরকার যা বলেছে ও পরিকল্পনা করেছে সব প্রতিবেদনগুলো পাবার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তারপরই সিদ্ধান্ত নেয়া হবে। ঐক্যমত ছাড়া কোনটাই গ্রহণযোগ্য হবে না।’

এসময় তিনি সকলে ঐক্যবদ্ধ থেকে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর আহ্বান জানিয়েছেন।

ইএ