ক্রিকেট
এখন মাঠে
0

একদিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল

একদিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। আসরে প্রথমবার চিটাগাং কিংসের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। আজ (রোববার, ১৯ জানুয়ারি) দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যায় দিনের অন্য ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।

ঢাকা-সিলেটের পর চার-ছক্কার ধুমধাড়াক্কা লড়াই বন্দরনগরী চট্টগ্রামেও। আসরের মাঝপথে এসে প্লে অফে কোয়ালিফাই করার যুদ্ধে নেমেছে দলগুলো। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে চ্যালেঞ্জিং।

চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলে পাশাপাশি অবস্থান দুই দলের। এবার ছাড়িয়ে যাওয়ার পালা।

আসরে প্রথমবার চিটাগাং কিংসের মুখোমুখি হওয়ার আগে নিজ দলকে এগিয়ে রাখছেন ফরচুন বরিশালের ইংলিশ তারকা ডাওয়িড মালান।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে তামিম ইকবাল ছাড়া উপস্থিত ছিলেন সবাই। দীর্ঘসময় নেটে ব্যাট চালিয়েছেন শান্ত, রিশাদরা। বল নিয়ে হাত ঘুরিয়েছেন তানভীর-মাহমুদল্লাহরাও। এদিকে টানা ম্যাচের ধকল কাটাতে বিশ্রামে ছিলেন চিটাগংয়ের ক্রিকেটাররা।

রোববার সন্ধ্যায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। তবে সিলেটের পর চট্টগ্রাম পর্বেও এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি খুলনার দেশি-বিদেশি ক্রিকেটাররা। যে কারণে রাজশাহীকে হারিয়ে মোমেন্টাম ফিরে পেতে চান ইমরুল কায়েস।

খুলনা টাইগার্সের ব্যাটার ইমরুল কায়েস বলেন, ‘মাঝখানে দুই একটা ওভারের কারণে আমাদের থেকে ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আমরা মিটিং করছি। আশা করছি এইটা থেকে ওভারকাম করবো।’

চমক দেখিয়ে এখনও টেবিলের নিচের সারিতে থাকা খুলনার সুযোগ আছে প্লে অফে খেলার। সে সুযোগকে কাজে লাগাতে চায় দলটি।

ইএ