ক্রিকেট
এখন মাঠে
0

চট্টগ্রামে বিপিএলের ম্যাচ শূন্য দিন

চট্টগ্রামে টানা দুইদিন ম্যাচ গড়ানোর পর আজ কোনো খেলা নেই বিপিএলের। আজ একদিনের বিরতির পর রোববারই দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। সে ম্যাচকে সামনে রেখে সকাল থেকে বরিশালের ক্রিকেটাররা অনুশীলনে ঘাম ঝরালেও বিরতি দেয়া হয়েছে চিটাগং কিংসের খেলোয়াড়দের।

এখন পর্যন্ত উইকেট নেয়ার তালিকায় সেরা তিনের মধ্যে দুজনই দেশি বোলার। ৭ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছে রাজশাহীর তাসকিন আহমেদ।

আর পাকিস্তানের আকিফ জাভেদ ১২ উইকেট শিকারে আছেন দুইয়ে। সমান ১২ টি উইকেট নিয়ে খুলনা টাইগার্সের আবু হায়দারের অবস্থান তিনে।

এদিকে ব্যাটিং তালিকার সেরা দুইয়ে দাপুটে পারফরমেন্সে অবস্থান বাংলাদেশের দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং জাকির হাসানের।

ইএ