বিদেশে এখন
0

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পাঁচ মাস পর আজ (শনিবার, ১৮ জানুয়ারি) রায় দেবেন শিয়ালদহ আদালত।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পাঁচ মাস পর আজ (শনিবার, ১৮ জানুয়ারি) রায় দেবেন শিয়ালদহ আদালত।

গত ৯ জানুয়ারি মামলার বিচারকার্য সম্পন্ন হয়। পুরো বিচার প্রক্রিয়ায় নিহতের মা-বাবা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞসহ মোট ৫০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নথিভুক্ত করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই। ১১ নভেম্বর থেকে শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় আদালতে রুদ্ধদ্বার এবং ভিডিও ক্যামেরায় শুনানি সম্পন্ন হয়েছে।

গেলো বছর ৯ আগস্ট ৩১ বছর বয়সী ট্রেইনি চিকিৎসককে হাসপাতালে দায়িত্বরত অবস্থায় ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় দেশজুড়ে তুমুল বিক্ষোভের মুখে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ।

আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দ্বীপ ঘোষ ও তৎকালীন স্থানীয় পুলিশ কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে আলামত নষ্ট ও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছিল সিবিআই।

কিন্তু ৯০ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনে ব্যর্থ হওয়ায় খালাস পেয়ে যান তারা।

এসএস