ক্রিকেট
এখন মাঠে
0

জয় দিয়ে মাঠের ক্রিকেটে ফিরলো রাজশাহী

চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক নিয়ে বিতর্ক ও অনুশীলন বয়কটের খবরকে ছাপিয়ে নিজেদের মাঠের লড়াইয়ে জয়ে ফিরল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে তারা হারিয়েছে ৬৫ রানে। দিনের অন্য ম্যাচে স্বাগতিক দর্শকদের সামনে জয়ের ধারা ভেঙ্গেছে চিটাগং কিংসের। রংপুর রাইডার্স তাদের জয়ের ধারা অব্যাহত রেখে কিংসকে হারিয়েছে ৩৩ রানে।

ক্রিকেট ইজ এ টিম গেম। এই একটি বাক্যই যেন প্রমাণ করলো দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কোনো ফিফটি নেই, ছিল না তেমন কোনো ঝোড়ো ইনিংস। তবুও স্কোর বোর্ডে জমা পড়েছে দুইশ ছুঁইছুঁই রান। আর্থিক সমস্যায় মিটতেই যেন ফের জ্বলে উঠলেন এনামুল হক বাহিনী।

টস জিতে ব্যাট করতে উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ইনিংস বড় হয়নি কারোই।

দলের ১০০ এর আগেই দ্রুত রান করতে থাকা বিজয়কে প্যাভিলিয়নে ফেরান রুয়েল। বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসিরও। তার ফেরার পর ঝড় তোলেন রায়ান বার্ল। এক ওভারেই তিন ছক্কা হাঁকান এই ব্যাটার। ইয়াসিরের পর বার্লকে নিজের দ্বিতীয় শিকার বানান নিহাদুজ্জামান।

শেষদিকে ঝড় তুলতে পারেননি রাজশাহীর কোনো ব্যাটার। আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ছোট কার্যকরী ইনিংসে রান ১৮০ পেরোয়।

১৮৫ রানের বড় লক্ষ্য লক্ষ্য তাড়ায় শুরুতেই পল স্টার্লিং ও রনি তালুকদার কাটা পরেন সানজামুল ইসলামের স্পিন ঘূর্ণিতে।

তবে এরপর জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটে শুরুর ধাক্কা সামলে পাওয়ার প্লে তে ৪৫ রান তোলে সিলেট।

পরপর দুই ওভারে জাকির ও মানজির বিদায়ের পর সিলেটের ইনিংসে ধস নামে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৪ রানেই ৮ উইকেট হারায় দলটি। শেষদিকে জাকের আলীর ২০ বলে ৩১ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ১১৯ রানেই গুটিয়ে যায় স্ট্রাইকার্স।

এই পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামে দুই টেবিল টপার রংপুর রাইডার্স ও চিটাগং কিংস।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভালো হয়নি আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর রাইডার্সের। পাওয়ার প্লেতে স্কোর বোর্ডে তারা তুলতে পারে মাত্র ৩১ রান।

সাইফ হাসান, ইফতিখার কিংবা অধিনায়ক সোহান, কেউই ব্যাটে রান পাননি। তবে শেষদিকে ব্যাটে ঝড় তোলেন পাক অলরাউন্ডার খুশদিল শাহ। তার ২৮ বলে ৫৯ রানের ইনিংসে, নির্ধারিত ওভারে ১৬৪ রান সংগ্রহ করে রাইডাররা

। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন চিটাগাং কিংসের ইনফর্ম ব্যাটার ওসমান খান। গ্রাহাম ক্লার্ককে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইমন। তবে পরপর দুই ওভারে এই দুই ব্যাটার সহ অধিনায়ক মিঠুনকে ফেরান আকিফ জাভেদ। এতে করেই জয়ের পাল্লা নিজেদের দিকে নিয়ে নেয় রাইডার্স।

ছয়ে নামা শামীম হোসেন চেষ্টা করেছিলেন তবে বাকিদের ব্যর্থতায় তার ৩৮ রানের ইনিংস বৃথা যায়। শেষ পর্যন্ত স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে চিটাগংয়ের ইনিংস। এ নিয়ে টানা ৮ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রাইডার্সরা ।

এসএস