রাজনীতি
0

‘ভোটাধিকার নিশ্চিতে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন ব্যবস্থা করতে হবে’

ভোটাধিকার নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন ব্যবস্থা করতে হবে, না হলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ আর চাঁদাবাজ দখলদারদের ক্ষমতায় দেখতে চায় না, তারা পরিবর্তন চায়।’

গত ৫৩ বছর যেসকল দল ক্ষমতায় ছিল জনগণকে তাদের আর নতুন কিছু দেবার নেই মন্তব্য করে বলেন, ‘কেউ নির্বাচনে আসতে চাইলে আগে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’

এ সময় ভারতের দোসরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইএ