দুর্ঘটনায় আহতরা হলো- ট্রাক চালক শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), বাস চালক দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাস যাত্রী পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজমিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৬ টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়।
এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সাথে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাস, ট্রাকের চালক ও যাত্রী সহ আট জন।
পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, আহতদের তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নেয়।