দেশে এখন
0

আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ছাত্র-জনতার বিক্ষোভ

আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্র-জনতা। সমাবেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।

পরে সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে বিক্ষুব্ধরা। টিএসসি থেকে পদযাত্রা হাইকোর্টের সামনে এলে বাধা দেয় পুলিশ।

শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর জলকামান নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ করা হয়।

এ সময় তারা বলেন, ‘প্রশাসনের ছত্রছায়াতেই আদিবাসীদের ওপর হামলা হয়েছে। বিভাজনের সংস্কৃতি থাকলে দেশে সমস্যা বাড়বে।’ আদিবাসী ছাত্র সমাজের প্রতিনিধিরা গ্রাফিতি পুনরায় স্থাপন করার দাবি জানান।

এএম