ক্রিকেট
এখন মাঠে
0

পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বর্জন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অর্ধেক ম্যাচ খেলে ফেললেও, এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। অথচ নিয়মানুযায়ী আসরের মাঝপথে চুক্তির ৫০ শতাংশ পেয়ে যাওয়ার কথা তাদের। এ অবস্থায় চট্টগ্রামে নির্ধারিত অনুশীলন বর্জন করেছেন ক্ষুব্ধ ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্টের আশ্বাস, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চুক্তির ২৫ শতাংশ পাবেন ক্রিকেটাররা।

বিপিএল, বিতর্কিত প্রিমিয়ার লিগ!

নতুন বাংলাদেশে বিতর্কমুক্ত ভিন্ন এক আয়োজনের কতশত প্রতিশ্রুতি। অথচ টুর্নামেন্ট মাঠে গড়াতেই ডালপালা মেলছে নানা বিতর্ক, ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তীর। নতুন বিপিএলেও সেই পুরোনো আলাপ, পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার-টিম ম্যানেজমেন্টের দ্বন্দ্ব।

এবার পাওনার দাবিতে অনুশীলন বর্জন করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্ব শুরুর আগেই এমন কাণ্ড। পারিশ্রমিক না পেলে ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছেন ক্রিকেটাররা।

নিয়মানুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদেরকে চুক্তির ২৫ শতাংশ পাওনা বুঝিয়ে দেয়ার কথা মালিকপক্ষের। টুর্নামেন্ট চলাকালে পরিশোধ করতে হবে আরও ২৫ শতাংশ। তবে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আসরে ছয় ম্যাচ খেলে ফেললেও, এখন পর্যন্ত চুক্তির এক টাকাও পাননি তারা।

অভিযোগ স্বীকার করেছেন দুর্বার রাজশাহীর একজন কর্মকর্তাও। জানিয়েছেন, বিদেশিদের ২৫ শতাংশ পাওনা বুঝিয়ে দিলেও, দেশি ক্রিকেটারদের কোনো ধরনের পেমেন্ট করেননি তারা। তবে বৃহস্পতিবারের মধ্যেই ক্রিকেটারদেরকে অন্তত ২৫ শতাংশ অর্থ বুঝিয়ে দেয়া হবে বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি।

জানা গেছে, এরইমধ্যে দুর্বার রাজশাহীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও। ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে তারা।

ক্রিকেটারদের পারিশ্রমিক যেন বকেয়া না থাকে সেজন্যে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দেয়ার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। অথচ সেই ব্যাংক গ্যারান্টি নিতেই ঘাম ছুটে গেছে বিসিবির। এতেই প্রমাণিত হয়, ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে কতটুকু আন্তরিক।

এসএস