দেশে এখন
0

আগুনে পুড়লো সেন্টমার্টিনের তিন রিসোর্ট

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইরী ইকো রিসোর্ট। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সাইরী ইকো রিসোর্টের রিসিপশনে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাতাস থাকায় মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে বিচ ভ্যালিসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের স্থানীয় এবং আগত পর্যটক ও যৌথবাহিনীর প্রাণপণ ২ ঘণ্টার চেষ্টায় রাত প্রায় ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, আগুনে কোনো প্রাণহানি না হলেও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দু’টি রিসোর্ট সম্পূর্ণরূপে পুড়ে গেছে, আংশিক পুড়েছে আরেকটি রিসোর্ট। ঘটনার পর ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি পাঠানো হচ্ছে।

এএইচ