শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুভাগত চৌধুরী ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলছিল।
সকালে বাসায় হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
অরূপ রতন চৌধুরী আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করা শুভাগত চৌধুরী বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসাবিজ্ঞানে তিনি অসংখ্য গ্রন্থ, গবেষণা ও প্রবন্ধ রচনা করেছেন। তার গবেষণার মূল বিষয় ছিল প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষা পদ্ধতি।