প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর প্রয়াণ

প্রয়াত প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ
প্রয়াত প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
0

যশোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (শুক্রবার, ২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। হার্টে ৩টি রিং স্থাপন শেষে তিনি গতকাল বৃহস্পতিবার যশোরে ফেরেন। এরপর আজ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন:

রুকুনউদ্দৌলাহর পিতা মরহুম মোকসেদ আলী। নওগাঁয় অগ্রজ আসফউদ্দৌলা'র কাছে শৈশব-কৈশর কাটিয়েছেন রুকুনউদ্দৌলাহ। নওগাঁ কেডি স্কুলে পড়ার সময় বেজে ওঠে মুক্তিযুদ্ধের দামামা।

সে সময় রুকুনউদ্দৌলাহ পরিবারের সঙ্গে ভারতে চলে যান। সেখানে শিলিগুড়িতে প্রশিক্ষণ শেষে ফ্রিডমফাইটার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ‘দৈনিক সংবাদ’ এর সঙ্গে জড়িত আছেন চার দশক ধরে।

এএইচ