বিদেশে এখন
0

নির্বাচনের ফল পাল্টে দেয়ার মত অনৈতিক কাজের জন্য শাস্তি হতে পারতো ট্রাম্পের

২০২০ সালে নির্বাচনের ফল পাল্টে দেয়ার মত অনৈতিক কাজের জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তি হতে পারতো।

যদি ২০২৪ সালের নির্বাচনে জিততে না পারতেন, তাহলে ট্রাম্প দোষী সাব্যস্ত হতেন। ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রতিবেদনে বলা হয়, প্রমাণগুলো যথেষ্ট ছিল তার শাস্তির জন্য।

প্রতিবেদনে ট্রাম্পের বিশেষ কৌসুঁলী জ্যাক স্মিথ বলেন, ‘নির্বাচনের ফল প্রভাবিত করার মধ্য দিয়ে গণতন্ত্রকে হুমকিতে ফেলতে চেয়েছিলেন ট্রাম্প।’

এর আগে গেল রোববার পদত্যাগ করেন জ্যাক স্মিথ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়ছিলেন তিনি।

ইএ