নতুন পরিকল্পনা অনুযায়ী, মার্কিন টিকটক অ্যাপটি কেনার মাধ্যমে ইলন মাস্কের কোম্পানি এক্সের সঙ্গে একীভূত করার বিষয়ে আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, টিকটকের মার্কিন কার্যক্রমের বর্তমান মূল্য প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি ডলার। তবে ইলন মাস্ক কীভাবে এর অর্থায়ন করবেন তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে নিষিদ্ধ করার জন্য আইন পাশ করে। যা শিগগিরই কার্যকর হবে বলে সূত্রে জানা গেছে। এ আইনের আওতায় বাইটড্যান্সকে মার্কিন টিকটক অ্যাপটি বিক্রি বা বন্ধ করতে হবে।
দেশটির সরকারের অভিযোগ, টিকটক অ্যাপের মাধ্যমে চীন মার্কিন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারে। যদিও চীন এবং বাইটড্যান্স এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্কের সঙ্গে বাইটড্যান্সের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে টিকটক এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।