দেশে এখন
শিক্ষা
0

জবি ক্যাম্পাসের কাজ ১৫ জানুয়ারি সেনাবাহিনীকে হস্তান্তরের আশ্বাস, কর্মসূচি প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ বুধবার (১৫ জানুয়ারি) সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। একইসঙ্গে গণঅনশন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে বুধবার পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আগামী বুধবার সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার বিষয়ে জানানো হয়েছে।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে আজ বিকেল থেকেই সচিবালয়ের সামনে গণঅনশন ও অবস্থান কর্মসূচি পালন করে জবি শিক্ষার্থীরা।

মন্ত্রণালয়ের চিঠি দেয়ার পর সন্ধ্যায় সচিবালয় ত্যাগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানায়, আগামী বুধবার মন্ত্রণালয়ের বৈঠকে দাবির বিষয়ে নিশ্চিত হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা।

এসএস