ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক। পড়ে আছে ইট পাটকেল। শনিবার সকাল ১০ টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন।
এসময় আশপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক। ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনেও।
শ্রমিকরা জানায়, ঘটনার সূত্রপাত গত বুধবার বেতন ভাতার বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা।
এসময় দুটি কারখানায় ভাঙচুর চালায় শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল- কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানায় ভেতরে নেয়া হয়।
ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করে, শ্রমিকদের বের করে দেয়া হয়। আহতদের কেউ গুরতর নয় বলে জানান চিকিৎসকরা।