আন্তর্জাতিক বাণিজ্য
0

চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার থাকবে ২.৮ শতাংশের মধ্যে

২০২৫ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২ দশমিক ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করছে জাতিসংঘ।

বৃহস্পতিবার সংস্থাটির প্রতিবেদনে দাবি করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমবাজারে গুরুত্ব না দেয়া বা মুদ্রানীতি সহজ করতে ব্যর্থ হওয়ায় কভিড পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনীতিতে ভাটা চলছে।

২০২০ থেকে ২০২৪ পর্যন্ত উন্নত দেশগুলোর অর্থনীতিতেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি চোখে পড়েনি। ‘ইউএন-ওয়ার্ল্ড ইকনোমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের অর্থনীতি এক ধরণের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাবে গেল বছরের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুমাত্র বাড়ার সম্ভাবনা নেই।

অর্থনীতির এই ভাটার কারণ হিসেবে বিশ্বজুড়ে চলমান সংঘাত, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও চড়া শুল্ক নীতিকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে।

এএইচ