জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট রাজধানীর উত্তরা। শেখ হাসিনার বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলে ছাত্র-জনতা। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করায় দিতে হয় প্রাণ, বুলেটের আঘাতে হয় কত অঙ্গহানি।
আওয়ামী লীগের পতনের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমসহ ১৯ জনকে হত্যা মামলার আসামি করা হয়। তিন মাস পর কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গত বুধবার (৮ জানুয়ারি) রাতে আনা হয় উত্তরা পূর্ব থানায়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় কৌশলে থানা থেকে পালিয়ে যান শাহ আলম।
খুনের আসামিকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় ছাত্রজনতার। এর প্রতিবাদে আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) বাদ জুমা উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ।
তিনি বলেন, 'কেউ এর দায় এড়াতে পারে না। না ওসি দায় এড়াতে পারে, না এসআইরা দায় এড়াতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে শাহ আলমকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে।'
এসময় বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে আসেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান। জানান, ইতোমধ্যে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। আসামিকে পালাতে কারও ন্যূনতম সহযোগিতার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হওয়ার কথাও জানান তিনি।
রওনক জাহান বলেন, 'আপনাদের দাবি পূরণের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমাদের কোনো ঘাটতি থাকবে না। এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল, তার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিবো।'
এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।