প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছ মহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা চলছে। এতে সন্ধ্যা সাড়ে ৬ টার শো-তে প্রচুর দর্শক সমাগম ঘটে। শো- শুরুর কিছুক্ষণ পর সাড়ে ৭ টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। এরপর আধাঘন্টা চেষ্টা করেও সাউন্ড সিস্টেম ঠিক করতে পারেনি সিনেমা হলের টেকনিশিয়ানরা। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা হৈচৈ শুরু করে।
একপর্যায়ে সিনেমা হলের ভেতরে বসার চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর করে। পাশাপাশি সিনেমা হলের পোস্টার ছিড়ে নিচের কক্ষে আগুন দেয়। পরে স্থানীয় একদল যুবক এসে বিক্ষুব্ধদের ধাওয়া দিলে সিনেমা হল এলাকা ত্যাগ করে বিক্ষুব্ধরা।
বিক্ষুব্ধ দর্শকরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায়।
সিনেমা হলের পরিচালক হারুন অর রশিদ জানান, যান্ত্রিক ত্রুটি সারাতে না পারায় সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে লোক পাঠিয়েছিলাম। কিন্তু এরই মধ্যে সব ভাংচুর করে ফেলে।
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, শো চলার সময় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে শো বন্ধ রেখে সিনেমা হলের কর্মীরা মেরামতের ত্রুটি সারানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়।
তিনি জানান, এ সময় হলের কলাপসিবল গেটে তালা দেখে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।