বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই কৌশলে পালিয়ে যান তিনি।
ঘটনার পর পরই এলাকার স্থানীয় শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় তাকে গ্রেপ্তারের দাবি জানান। শুক্রবার জুম্মার নামাজের পর উত্তরা পূর্ব থানার পাশে বিক্ষোভ করার কথা জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।