পরিষেবা
অর্থনীতি
0

শুল্ক-ভ্যাট বৃদ্ধিতে যেসব পণ্যের দাম ও সেবায় খরচ বাড়লো

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

হোটেল, রেস্তোরাঁ, টেলিফোন, ইন্টারনেট ও কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক-ভ্যাট বৃদ্ধি করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে করে বিভিন্ন পণ্যের দাম ও সেবায় খরচ বাড়ছে। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জারিকৃত অধ্যাদেশে দেখা গেছে, আমদানি শুল্ক বেড়েছে ৩৪ ধরনের পণ্যে, সম্পূরক শুল্ক বেড়েছে ৫ ধরনের সরবরাহ পণ্য ও ৪ ধরনের সেবায় সরবরাহকৃত পণ্যে। ভ্যাট বেড়েছে  ৬৪ ধরনের পণ্যে, ২২ ধরনের সেবায় ও ৩ ধরনের ব্যবসাক্ষেত্রে।

যেসব পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক বেড়েছে তার মধ্যে রয়েছে তাজা বা শুকনা আম, কমলালেবু, লেবুজাতীয় ফল, আঙ্গুর, লেবু, লেবুজাতীয় ফল, আঙ্গুর ফল, তাজা আপেল ও নাশপতিসহ বিভিন্ন ফল আমদানিতে ২০ শতাংশ থেকে আমদানি শুল্ক বেড়ে ৩০ শতাংশ হয়েছে।

এছাড়া তামাক আমদানিতে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১০০ শতাংশ, সাবান আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে।

হোটেল রেস্তোরাঁ সেবায় সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ, মোবাইল ফোনকলে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। আইএসপি ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক শূন্য থেকে ১০ শতাংশ করা হয়েছে।

পটেটো চিপস, বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো সসসহ বেশকিছু পণ্যের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া এলপি গ্যাসে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ, হোটেল রেস্তোরাঁয় ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু,ন্যাপকিন টিস্যু, হ্যান্ড টাওয়াল, সানগ্লাস ইত্যাদি পণ্যে বিদ্যমান সাড়ে সাত শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

নন এসি থাকার হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, পোশাকে বিদ্যমান সাড়ে সাত শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

মোটর গাড়ির গ্যারেজ, ডকইয়ার্ড, ছাপাখানা, চলচ্চিত্র স্টুডিও, প্রেক্ষাগৃহ, মেরামত ও সার্ভিসিং, খেলাধুলা আয়োজক, পরিবহন ঠিকাদারসহ আরও বেশ কয়েকটি সেবায় বিদ্যমান ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

৬০ টাকা থেকে ১৮০ টাকা বা তার বেশি মূল্যের ১০ শলাকার সিগারেটের প্যাকেটে সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ বিমানের টিকিটে আবগারি শুল্ক ২০০ টাকা বেড়ে ৭০০ টাকা করা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশে ৫০০ টাকা বেড়ে এক হাজার, সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার অন্যান্য দেশে ৫০০ টাকা বেড়ে দুই হাজার ৫০০ টাকা, এশিয়া মহাদেশের বাইরে যেকোনো দেশে এক হাজার টাকা বেড়ে চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এসএস