এশিয়া
বিদেশে এখন
0

দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত

কৃষকদের ডাকা দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত। আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর থেকে শম্ভু সীমান্ত থেকে শুরু হয়েছে দিল্লির পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রা। হরিয়ানার আম্বালায় বড় জমায়েত নিষিদ্ধ করতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

কৃষকদের এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানার আম্বালা জেলার বেশ কিছু এলাকায় সোমবার (৯ ডিসেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। সীমান্তে মোতায়েন করা হয়েছ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

কৃষকদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। ফসলের জন্য ন্যূনতম মূল্য এম.এস.পি নির্ধারণের দাবি তাদের।

এছাড়া ঋণ মওকুফ, শ্রমিকদের জন্য পেনশন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করা, পুলিশের মামলা প্রত্যাহার এবং সহিংসতার শিকার কৃষকদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে প্রথম পদযাত্রায় গেল সোমবার (২ ডিসেম্বর) উত্তর প্রদেশের কৃষকেরা দিল্লির দিকে পদযাত্রা করার চেষ্টা করেন। যদিও তাদের নয়ড়াতেই থামিয়ে দেয়া হয়। ওই পদযাত্রার কারণে দুই সীমান্তেই তৈরি হয় ব্যাপক যানজট।

এসএস