বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ছড়াছড়ি। এর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে বিপিএল। যেখানে আইপিএল, বিগ ব্যাশ,এস এ টোয়েন্টিতে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামকরা সব ক্রিকেটাররা। অন্যদিকে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো বেনামী ক্রিকেটারের মধ্যে অমাবস্যার চাঁদ হয়ে সামনে আসে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররা।
এরপরও দেশের ক্রিকেটাররা বঞ্চিত থাকেন বিদেশিদের ভিড়ে। আরিফুল ইসলাম, সাব্বির রহমান, এবাদত হোসেনের সুযোগ মেলেনি মাঠে আলো ছড়ানোর। এমনকি বিগ ব্যাশের মতো হাইপ্রোফাইল লিগের খেলাকেও দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য প্রত্যাখ্যান করেছে রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার। তাতে হতাশ হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমাদের যেহেতু নোটেড কিছু প্লেয়ার ও পারফরমার আছে, এদেরকে খেলানো খুব দরকার। যেমন রিশাদ হোসেন কয়েকটি ম্যাচ পাইনি সে কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠিত ক্রিকেটার। বিগব্যাশ টুর্নামেন্ট কিন্তু বিশাল টুর্নামেন্ট এ অভিজ্ঞতার সুযোগটি তার কাজে লাগানো উচিত ছিল।’
এবার শুরু থেকে বিপিএলের উইকেট ভালো হওয়ায় প্রশংসায় ভাসছে বিসিবি। গেল আসরের তুলনায় এ বছর শুরু থেকে দুইশোর ঘরে প্রায় ম্যাচই দেখে বেশ উচ্ছ্বসিত সমর্থকরা। তবে যা গেল আসরগুলোতে দেখা মেলেনি সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও উইকেট নিয়ে আলোচনাও কম হয়নি। বিপিএলের এবারের উইকেটকে মানসম্মত বলছেন নান্নু।
মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এবার কিউরেটর যথেষ্ট সময় পেয়েছে এবং উইকেট রেস্ট পেয়েছে যার কারণে আমার মনে হয়েছে উইকেট মান এখন ভালো দিকে আছে। এবার উইকেট আচরণ যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট ময়েশ্চার ছিল বিশেষ করে রাতে খেলায় শেষের দিকে ফিল্ডারদের ভালোই সমস্যা হচ্ছিল তারপরও সবাই অ্যাড্রেস করে ভালো ক্রিকেট খেলেছে।’
প্রতিবারই বিপিএল থেকে জাতীয় দলের জন্য ক্রিকেটার বাছাই করে বিসিবি। এবারও সেই আশাই ব্যক্ত করেন মিনহাজুল আবেদীন নান্নু।