অর্থনীতি
0

ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি প্রায় ১১ ও খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১৩ শতাংশ

বিদায়ী বছরের ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৯ শতাংশ বা প্রায় ১১ তে দাঁড়িয়েছে। নভেম্বরে যা ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সে হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে দশমিক ৪৯ শতাংশ।

আজ (সোমবার, ৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যে এটি জানা গেছে। এতে বলা হয়, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমলেও বছর বিবেচনায় মূল্যস্ফীতি বেড়েছে।

২০২৩ সালের ডিসেম্বর মাসের তুলনায় গত ডিসেম্বর মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট। ২০২৩ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে দেশের খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ডিসেম্বর মাসে খাদ্য খাতে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। বর্তমানে এ খাতের মূল্যস্ফীতি কিছুটা কমে ১২ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ গত বছর যে পণ্য ১০০ টাকায় কেনা গেছে সেটি এখন কিনতে অতিরিক্ত আরো ১২ টাকা ৯২ পয়সা ব্যয় করতে হচ্ছে। এর আগের মাস অর্থাৎ গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিলো ১৩ দশমিক ৮০ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, ২০২৪ সালের পুরো সময় দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে ছিল। এছাড়া শহরের চেয়ে গ্রামের মানুষ মূল্যস্ফীতির কারণে বেশি সমস্যায় ছিল।

এএইচ